হিন্দুধর্ম এবং বেদ নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি

3 minute read
10


হিন্দুধর্ম নিয়ে উক্তি

Table of Content (toc)

হিন্দুধর্ম সম্পর্কে বিখ্যাত ব্যক্তিদের উক্তি


ডেভিড ফ্রাউলি

হিন্দু ধর্মের সৌন্দর্য হ'ল, এটি কোনও মনুষ্যনির্মিত ঐতিহাসিক ধর্ম নয় । এটি কোনও গির্জার, ত্রাণকর্তা ও ভাববাদীর উপর নির্ভর করে বা কোনও বিশ্বাস বা গোড়ামির প্রচার করে না; হিন্দু ধর্ম পৃথিবী এবং প্রকৃতি থেকে উত্থিত হয়, আমাদের অন্তর্নির্মিত হতে । এটি আমাদের মধ্যে সমগ্র মহাবিশ্বকে অভ্যন্তরীণ করতে দেয় ।

যখন পুরো বিশ্ব লেখাপড়া জানতো না, তখন ভারতের হিন্দুরা বেদ লিখেছিলেন ।

যখন পুরো বিশ্বে শিক্ষা চালু ছিল না তখন ভারতের হিন্দুদের গুরুকুলের মাধ্যমে শিক্ষা দেওয়া হতো ! 


এ পিজে আব্দুল কালাম

বেদ মানবসভ্যতার প্রাচীনতম ক্ল্যাসিক, ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান সম্পদ । সমগ্র ভারতের আত্মা এই বেদেই প্রোথিত । 

ড. জন লি মি

মুল্যবান রত্নগুলো অনন্ত নয় । আদিকালের লোকেরা স্বর্ণ, রৌপ্য, হীরক, স্থাপত্য ব্যবহার করতো নিজেদের অমর করে রাখার জন্য । আর্যগণ সে পথে যাননি, তারা রেখে গেছেন সবচেয়ে বিশাল নিদর্শনটি, শব্দ । মিশরীয়রা অমরত্বের জন্য পিরামিড বানিয়েছিল, আজ তা মরু ঝড়ে ক্ষয়ে গেছে, স্থাপত্য ধ্বংসস্তুপে পরিনত হয়েছে, স্বর্ণ লুট হয়ে গেছে । কিন্তু আজও বেদ মানবসভ্যতার এক অনন্ত তরঙ্গের ন্যায় প্রবাহিত হয়ে চলেছে । 


গুই গুয়ালট

ঋগ্বেদ মানবতার সর্বোচ্চ পথের সর্বশ্রেষ্ঠ প্রদর্শক । 


ভলতেয়ার

বেদ হলো মানবসভ্যতার সবচেয়ে মূল্যবান উপহার যার জন্য পাশ্চাত্য সবসময় প্রাচ্যের নিকট কৃতজ্ঞ থাকবে । 

মরিস ফিলিপ (দ্য টিসিং অব বেদ)

নিঃসন্দেহে ঋগ্বেদ মানবসভ্যতার সর্বোচ্চ গরিমাময় রাজপথ । 


ডব্লিউ বি ব্রাউন

বেদ এমন একটি তত্ব যা একস্রষ্টার অস্তিত্ব ঘোষণা করে । এটি এমন একটি গ্রন্থ যাতে বিজ্ঞান ও ধর্মের মিলন ঘটেছে । 


আলফ্রেড রাসেল ওয়ালেস

এটা খুবই আশ্চর্যজনক যে বেদের ভাষা শৈলী এতই নিখুঁত ও সৌন্দর্যমণ্ডিত যে আধুনিক কালে আমাদের মিলটন, শেকসপিয়ার বা টেনিসনকেও এর থেকে কম মনে হয় । 

ফ্রেডরিক জন শেলজেল

সকল বুদ্ধিবৃত্তি, রাজনীতি, অর্থনীতি, সকল ধর্মের ধারা বেদ থেকেই প্রবাহিত । এমনকি অসামান্য গ্রীক সভ্যতাকেও এর কাছে হার মানতে হয়েছে । 


ইলা হুইলার উইলকক্স

বেদ শুধু অসাধারন জীবনদর্শনের জন্যই অবিস্মরণীয় নয় বরং অনবদ্য বিজ্ঞানের জন্যও বটে । বিদ্যুৎ, বিচ্ছুরণ, বিমানবিদ্যা সবই যেন বেদের ঋষিদের জানা ছিল । 


লুইস জ্যাকলিয়ট

আশ্চর্য........!

বুঝতে পারলাম যে, যত ঐশ্বরিক গ্রন্থের কথা শোনা যায় তাদের মধ্যে বেদই একমাত্র যার সকল ধারনা আধুনিক বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ । একমাত্র এটিই জগতের ক্রমান্বয় উন্নতির পথ ঘোষণা করে । 


আলবার্ট আইনস্টাইন

আমরা আর্যদের প্রতি কৃতজ্ঞ যে তারা সংখ্যা আবিষ্কার করেছেন । যা ছাড়া বিজ্ঞানের কোন আবিষ্কারই সম্ভবপর হতো না । 

আর্থার এন্টনি ম্যাকডোনাল

এই পর্যন্ত বেদ এত যত্নের সাথে সংরক্ষিত হয়েছে যে আর কোন গ্রন্থের সাথেই তার তুলনা দেওয়া যায় না । এরকম পরিবর্তীত হবার ক্ষীণতম সম্ভাবনা পর্যন্ত না থাকা মানব ইতিহাসের একমাত্র দৃষ্টান্ত । 


হেনরি ডেভিড থরো

যখন আমি বেদ পড়ি তখন এক অপ্রাকৃত আলোক যেন আমায় আলোকিত করে । এটি এমন একটি গ্রন্থ যাতে কোন বিভেদ নেই । এটি সকল দেশ, সকল জাতি, সকল কালের জন্য যেন জ্ঞান অর্জনের  এক রাজকীয় পথ ।


হিন্দুধর্ম নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি

আর্থার স্কোপেনহাইমার

বেদ হচ্ছে বিশ্বের সবচেয়ে ফলপ্রসূ এবং সবচেয়ে উঁচুমানের বই । যা সারা বিশ্বের সহায় হতে পারে । 


ম্যাক্স মুলার

পৃথিবীতে বেদ ও উপনিষদের মতো এতো প্রণোদনাপূর্ণ এত অতিমানবীয় গ্রন্থ আর নেই । 


আর্থার হোমস

আধুনিক পদার্থবিজ্ঞানের মতোই হিন্দুরা মহাজাগতিক মহাবিশ্বকে একটি চক্রীয় প্রকৃতির বলে মনে করেছিল । শিবের নৃত্যের দ্বারা প্রকাশিত প্রতিটি কল্পের পরিনামও পরবর্তী যুগের সূচনা । 


অরউইন শ্রোডিঞ্জার

বেদান্ত শিখিয়েছেন যে চেতনা একক, সমস্ত ঘটনাই এক সার্বজনীন চেতনার উপর নির্ভরশীল এবং আত্মার কোন গুণ নেই । 


রবার্ট ওপেনহাইমার

এই শতাব্দীর পূর্ববর্তী সমস্ত শতাব্দীর তুলনায় বেদই সবচেয়ে সুযোগ্য দাবি করতে পারে । 


উইলিয়াম জেমস

বেদ হচ্ছে শল্যবিদ্যা, শারীরবিদ্যা, প্রকৌশল, গণিত, সঙ্গীত, সংস্কৃতি সকল কিছুর এক মিলিত সমাবেশ, যেন এক জীবন্ত বিশ্বকোষ । 


আচার্য জগদীশ চন্দ্র বোস

প্রকৃত হিন্দুধর্ম মানুষকে কর্মযোগী করিয়া তোলে, কল্পনাবিলাসী নহে ।


স্বামী বিবেকানন্দ

"বেদ হচ্ছে সকল সত্য জ্ঞানের উৎস । মহাকর্ষ শক্তি যেমন তা আবিস্কারের আগেও বিদ্যমান ছিল, তেমনি মানবজাতি যদি এটা ভুলেও যায় তারপরও এটা অপরিবর্তিতভাবে বিদ্যমান থাকবে । ঠিক তেমনি বেদ ।


লেখাটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও নিজ ধর্ম সম্পর্কে জানার সুযোগ করে দিন

Thanks for your response.


নমস্কার

Post a Comment

10 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. পোস্টটি আমার খুবই ভালো লেগেছে স্যার ।
    ধন্যবাদ

    ReplyDelete
  2. অসাধারন দাদা

    ReplyDelete
  3. অসংখ্য ধন্যবাদ

    ReplyDelete
  4. Apni prove Kore dilen ze Hindu dhormoi sobceye shrestho . Thank you dada

    ReplyDelete
  5. অনেক ভালো লাগল দাদা
    শেয়ার করলাম পোস্টটি

    ReplyDelete
  6. ধন্যবাদ, ইনফরমেশনগুলি সবার সামনে প্রকাশ করার জন্য🙏

    ReplyDelete
  7. AnonymousJuly 16, 2022

    Hare krishna ❤️

    ReplyDelete
Post a Comment
To Top